বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ এ রূপ নিয়েছে

বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ এ রূপ নিয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ এ পরিণত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিমদিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ ভারতের উপকূল কিংবা বাংলাদেশের উপকূল দিয়ে অতিক্রমের আশঙ্কা নেই। এটি সাগরে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে। মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া উপকূল দিয়েও অতিক্রম করতে পারে।

এদিকে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে বারণ হয়েছে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল