নিজস্ব প্রতিবেদক:
ভোলা টু বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আটকে বিক্ষোভ করছে ভোলার বাসিন্দারা। এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষ।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নানা ব্যানার ফেস্টুন নিয়ে পাঁচ দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ভোলাবাসী।
ভোলা-বরিশাল সেতু নির্মাণ ছাড়া তাদের অন্য দাবিগুলো মধ্যে রয়েছে- ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, গ্যাস সংযোগ প্রদানসহ অন্যান্য।
আন্দোলনকারীরা বলেন, আমাদের প্রধান দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। ভোলার প্রতিটা মানুষ এই দাবিকে সমর্থন করে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দাবির সঙ্গে পুরো ভোলাবাসীর সমর্থন রয়েছে। যে কারণে আমরা দাবি আদায়ের রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আশা করব সরকার আমাদের দাবি মেনে নিয়ে খুব দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন।
তারা বলেন, আমরা কয়েকদিন ধরে সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছি। আজ আমরা একটি মিছিল বের করেছি, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই।
আন্দোলনকারীরা আরও বলেন, ভোলা-বরিশাল সেতু চালু হলে দুই দিকের মানুষের সংযোগ স্থাপন হবে, মানুষই খুবই উপকৃত হবে। তাই আমরা চাই, সরকার আমাদের দাবি বিবেচনায় নিয়ে প্রত্যাশার এই সেতু নির্মাণ করে দিক।
এদিকে, ভোলাবাসীর এই আন্দোলনের জেরে শাহবাগ হয়ে সব রুটের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা। গাড়ি থেকে নেমে বাধ্য হয়ে অনেককে হেঁটেই রওনা দিতে হচ্ছে গন্তব্যে।
এমআই