ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচনে বিভিন্ন পদে মোট ৭৪ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। পাশাপাশি হল সংসদ নির্বাচনে বিজয় ২৪ হলে ৩৪ জন, শহীদ মুখতার ইলাহী হলে ৩০ জন এবং শহীদ ফেলানী হলে ২০ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন ফর্ম বিক্রির চতুর্থ দিনের কার্যক্রম শেষে এসব তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, কেন্দ্রীয় ছাত্রসংসদের সহ-সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১১ জন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে ৬ জন, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৫ জন, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৫ জন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৮ জন, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৫ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে ৩ জন এবং নির্বাহী সদস্যের তিনটি পদে ১১ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
হলভিত্তিক তথ্যে জানা যায়, বিজয় ২৪ হলে সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৪ জন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ১০ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
শহীদ মুখতার ইলাহী হলে সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৪ জন, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৪ জন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৫ জন এবং কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ৯ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
অন্যদিকে শহীদ ফেলানী হলে সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ২ জন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ৭ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলভিত্তিক ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ তুলে মনোনয়নপত্র বিতরণসহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন। এতে শিক্ষার্থীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তর অবরুদ্ধ করলে চাপের মুখে নির্বাচন কমিশন পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর নির্বাচনের তারিখ পুনর্বহাল করে।
এমআই