ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি :
ছাত্রলীগের হামলায় নিহত দরজি বিশ্বজিৎ দাসের মৃত্যুবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটসংলগ্ন শাঁখারীবাজার মোড়কে বিশ্বজিৎ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে শাখা ছাত্রদল।
আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় এই শ্রদ্ধা নিবেদন করে তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও জকসুর ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল বলেন, ২০১২ সালের আজকের এই দিনে ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ দাস নিহত হয়। ভিন্ন মতাদর্শের মনে করে ছাত্রলীগ তাকে হত্যা করে। আইনের ফাঁক গলিয়ে অনেকের বিচার হয়নি আমরা এ হত্যার বিচার চাই।
এছাড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জকসুর ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় একজন সাধারণ মানুষকে ভিন্ন মতাদর্শের মনে করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর যথাযথ বিচার চাই।
এসময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, সুমন সর্দার ও জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা'সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একে