রাবি প্রতিনিধি :
নবমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে ছাত্রদের নোবেল পুরস্কার খ্যাত হাল্ট প্রাইজ (২০২৫-২৬)। হাল্ট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আগামী বছরের জানুয়ারি থেকে রেজিষ্ট্রেশন শুরু হতে যাচ্ছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাল্ট প্রাইজের উপদেষ্টা সপ্নীল রহমান। তিনি বলেন, 'হাল্ট প্রাইজ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা সমস্যাগুলি চিহ্নিত করে টেকসই সমাধান তৈরি করতে শেখে।'
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, 'এখানে শিক্ষার্থীরা দলগত কাজ, নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবনা তুলে ধরার বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।'
সংবাদ সম্মেলনে হাল্ট প্রাইজের আসন্ন কার্যক্রম তুলে ধরেন হাল্ট প্রাইজের উপদেষ্টা সপ্নীল রহমান। তিনি বলেন,'আমরা কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি, যার মধ্যে 'প্রজেক্ট পদচিহ্ন' অন্যতম। এতে বৃক্ষরোপণ কর্মসূচি, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা কর্মসূচি এবং নারী ক্ষমতায়ন বিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।'
লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিযোগিতাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে- Abstract Submission- যেখানে অংশগ্রহণকারী দলগুলো তাদের আইডিয়ার সংক্ষিপ্ত উপস্থাপন জমা দেবে, Video Submission- যেখানে নির্বাচিত দলগুলো তাদের আইডিয়াকে ভিডিও ফরম্যাটে উপস্থাপন করবে। এরপর চুড়ান্ত ধাপে অর্থাৎ Grand Finale যেখানে সেরা দলগুলো সরাসরি উপস্থাপনার মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের প্রকল্প উপস্থাপন করবে।
লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় ও কমিউনিটির উপকারিতা তুলে ধরে ডেপুটি ডিরেক্টর জামিল খন্দকার বলেন, Hult Prize রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিক্ষার্থীরা দল পরিচালনা, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে।
স্থানীয় সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পাবে।বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ব্র্যান্ডিং শক্তিশালী হবে এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
এবছরের হাল্ট প্রাইজের থিম হলো "Unlimited SDGs (Unlimited Sustainable Development Goals)"। এই থিমের মূল লক্ষ্য সামাজিক সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান তৈরির জন্য একটি বাস্তবভিত্তিক ব্যবসায়িক মডেলে রূপান্তর।
হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ক্যারিয়ার কাউন্সেলিং ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রোগ্রামে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে Visa Republic Centre-Study Abroad (VRC Study Abroad) এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে খান তেহারি ঘর।এছাড়াও সহযোগী পার্টনার হিসেবে রয়েছে- Bengal signature,Biko।
নবম হাল্ট প্রাইজ আয়োজনের জন্য ৪২ সদস্যবিশিষ্ট অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাম্পাস ডিরেক্টর নাজিফা তাবাসসুম ধমনী,ডেপুটি ডিরেক্টর প্রাঞ্জল দাশ, আবদুল্লাহ ফারুক, জামিল খন্দকার এবং হাল্ট প্রাইজের উপদেষ্টা স্বপ্নীল রহমান ও অন্যান্য সদস্যরা।
একে