বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
রামিন কাউছার,জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মো. আল আমিন হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন একই আবর্তনের শিক্ষার্থী মো. আরিফুজ্জামান লিমন।
বুধবার (১০ ডিসেম্বর) সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপনায় যুক্ত টাঙ্গাইল জেলার শিক্ষকবৃন্দকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মোহসিনা মীম, আরিয়ান জারা লামিসা, নুসরাত জাহান সুবা, এমিল ইসলাম শাহিন, সুপ্তি মালাকার, মাধবি বসাক, রাইয়্যান মিয়া, ইমরান হোসেন, সন্তু কর্মকার, সৌরভ বসাক, সানজিদা শান্তা এবং সুমাইয়া মিম।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিক হাসান, নাজমুল হাসান ফারুক, শফিউল আলম ফাহিম, নাফিজ, নাফিয়া জামান তন্নি, উৎপল চক্রবর্তী, নিপা আক্তার, রাফি, মো. সাকিব হোসেন, তানজিনা নাহার, মেহেদি হাসান ও হাবিবা খাতুন।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানসুর, অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, অধ্যাপক ড. এ. এইচ. এম. সা'দৎ, অধ্যাপক ড. ইসমত আরা, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক, অধ্যাপক ড. মো. ইনামুল হক, অধ্যাপক ড. তাসলিমা নাহার এবং সহযোগী অধ্যাপক তানিয়া শারমীন।
এছাড়া ৫৪তম আবর্তনের টাঙ্গাইল জেলার সকল শিক্ষার্থীকে কমিটির কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।
নতুন সভাপতি মো. আল আমিন হোসেন বলেন,
“আপনাদের বিশ্বাস ও ভালোবাসায় আমি টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছি। এটি শুধু আমার সাফল্য নয়, আমাদের সবার যৌথ পরিশ্রমের ফল। আপনাদের সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করেছে। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
এমআই