মো বাঁধন হোসেন:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির অফিসকক্ষ ভাঙচুরের ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও কোনো কার্যকর বিচার না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। এ ঘটনার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে জরুরি স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের একমাত্র সংগঠন হিসেবে হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসকক্ষ ভাঙচুর একটি সুস্পষ্ট ও পরিকল্পিত আক্রমণ। এই ঘটনা শুধু সংগঠনের মর্যাদাকেই ক্ষুণ্ণ করেনি, বরং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
সাংবাদিক সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হলেও তারা কার্যত কোনো অগ্রগতি দেখাতে পারেনি। যেখানে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, সেখানে আজ পর্যন্ত কোনো প্রতিবেদন বা সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। সংগঠনের মতে, এই দীর্ঘসূত্রিতা প্রশাসনিক ব্যর্থতারই বহিঃপ্রকাশ।
এ বিষয়ে সংগঠনের সভাপতি গোলাম ফাহিমুল্লাহ বলেন, “যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ ও বিচার প্রক্রিয়া শুরু না হয়, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পজিটিভ নিউজ প্রকাশ বন্ধ করতে বাধ্য হব। এটি হবে আমাদের ন্যায্য প্রতিবাদের অংশ।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমআই