আলী আজীম, মোংলা (বাগেরহাট):
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের মোংলা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মো. রাজু মোল্লাকে সভাপতি ও মো. মহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো. মনির হাওলাদার কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের এই কমিটি শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় জাতীয়তাবাদী চেতনা বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি— মো. বাবুল ফকির, সহ-সভাপতি—মো: জাকির হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক— মো. হাসান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক— মো. জাকির ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক— মো. লিটন হাওলাদার, প্রচার সম্পাদক – মো. সোহাগ হাওলাদার, দপ্তর সম্পাদক— মো. শহিদুল শেখ।
কমিটির সদস্যরা হচ্ছেন, মো. রাসেল মাতুব্বর, সজিব মৃধা,মো. বাবুল হাওলাদার, মো. আদর সরদার, মো. রুহুল আমিন হাওলাদার, মো. মেহেদী হাওলাদার, মো. রিয়াজ হাওলাদার, মো. রিপন হাওলাদার, দিবস বেনার্জি, মো. কামরুল হোসেন, মো. পলাশ হাওলাদার, মো. হাসিব মল্লিক, মো. শফিকুল শেখ, মো. সোহাগ, মো. খোকন শেখ, মো. আলমগীর হাজারী, মো. পলাশ মোল্লা, প্রদুত হালদার, মো. ইউসুফ হাওলাদার, মো. আল আমিন হাওলাদার, মো. রুহুল বয়াতী।
এই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সাগর ভুঁইয়া এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো.সরোয়ার হোসেন রুবেল।
একে