তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা এবং মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিন সকাল ১০ টায় প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। পরে প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলার সমবেত হয়।
পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম একাকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
পর্যায়ক্রমে জিয়া পরিষদ, ইউট্যাব, টেকনিক্যাল কর্মচারী সমিতি, সাধারণ কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি কর্মকর্তা ফোরাম, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, হল, বিভিন্ন বিভাগসমূহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক সংগঠনগুলো পর্যায়ক্রমে ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বাঙালি এবং বাংলাদেশীদের জন্য আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধাদের স্মরণ করছি। এসময় তিনি আরও স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ২৪ এর জুলাই আন্দোলনের সকল নিহত-আহত সকল জুলাই যোদ্ধাদের। এসময় তিনি একটি বৈষম্যহীন সমাজ বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিজয়ের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিন বিশ্ববিদ্যালয়ের মেইল গেট, প্রশাসন ভবন, হল এবং ডায়না চত্বরে আলোক সজ্জিত করা হয়।
এমআই