মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আলোকচিত্রীদের সংগঠন গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী নাজমুল মুক্তাদির সাইমুম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী আরমান হাসান।
সোমবার (১৫ ডিসেম্বর) জিবিপিএস কার্যালয়ে এক বছর মেয়াদী ৫ম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান তাওহীদ।
২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মারুফ ইবনে আবদুল্লাহ , যুগ্ন সাধারণ সম্পাদক মাকসুদুল আলম, সাংগঠনিক সম্পাদক- রাইসুল ইসলাম , অর্থ সম্পাদক মামুন অর রশীদ,দপ্তর সম্পাদক নিগার সুলতানা সাম্মি , প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম রাব্বী, মেম্বারশিপ এন্ড ওয়েলফেয়ার সেক্রেটেরি জুবায়ের রহমান তন্ময় এবং ভিজ্যুয়াল আইডেন্টিটি ডিজাইনার মো সাজিদুর রহমান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফাতিমা ফেরদৌস, মাহমুদা খানম মারিয়া, সাদিকুল ইসলাম, মো. ফেরদাউস নাদিম লিখন, জারিফ আল শামস, মো. রায়হান আলী, শাহারিযার আহমেদ, সালাউদ্দিন মৃধা অয়ন, মো. আবদুল্লাহ আল মামুন, এস এম আফরিনা এবং তাহসিন তামিম
এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির লিড মেন্টরের হিসেবে সদ্য বিদায়ী সভাপতি আবদুল্লাহ আল রানীম এবং সাধারণ সম্পাদক হাদিসুর রহমান তাওহীদ দায়িত্ব পালন করবে। এসময় উপস্থিত ছিলেন জিবিপিএসের সদ্য বিদায়ী কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম ও সংগঠনটির শুভাকাঙ্ক্ষীরা।
এমআই