বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনে কোনো আমন্ত্রণপত্র পায়নি সাংবাদিকরা। আজ বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য এ সমাবর্তনের সাংবাদিকদের সকাল ৮টা পর্যন্ত দেওয়া হয়নি ভেন্যুতে প্রবেশের পাশকার্ডও। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীরা। তারা প্রশ্ন তুলেছেন জনসংযোগ দপ্তরের কার্যক্রম নিয়ে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুইবার তারিখ পরিবর্তনের পরে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনের অতিথি, আর্থিক স্বচ্ছতা, অনুষ্ঠানের তারিখসহ নানান বিষয়ে গ্রাজুয়েটদের অভিযোগ থাকলেও সেগুলো আমলে না নিয়ে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এ দিকে সমাবর্তনের আগের দিন গতকাল রাত পর্যন্ত সাংবাদিকদের আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণপত্র দেওয়া হয়নি। এমনকি অনুষ্ঠানের সিডিউলও জানানো হয়নি। পরে রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু একটি সিডিউল প্রকাশ করা হয়। তবে, এই আয়োজনের বিষয়ে কোনো সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া সাংবাদিকদের ভেন্যুতে প্রবেশের একটি রেজিষ্ট্রেশন ব্যবস্থা থাকলেও আজ সকাল ৮টা পর্যন্ত জনসংযোগ দপ্তর তাদের পাশ কার্ড প্রস্তুত সম্পন্ন করতে পারেনি।
যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান রাত তিনটার দিকে ফেইসবুকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন কাল সকাল বেলাতেই। রাত তিনটা অবধি সংবাদমাধ্যমগুলোর অধিকাংশকেই আমন্ত্রণপত্র দূরের কথা, কেউ একটা ফোন দিয়েও জানানোর প্রয়োজন বোধ করেন নি। ২৫ বছর পেরিয়ে গেলো সংবাদকর্মী হিসেবে। এমন পরিস্থিতি দেখলাম এই প্রথম!
দ্যা বিজনেস স্টান্ডার্ডের রাজশাহী ব্যুরো প্রধান বুলবুল হাবিব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো অথর্ব জনসংযোগ দপ্তর কখনো কেউ দেখেছে কি না বলতে পারি না!
এ বিষয়ে গতকাল রাত ১২ টার দিকে ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের জিসান তার ফেসবুকের এক পোস্টে লিখেন, সমাবর্তনের সংবাদ কাভারের জন্য সাংবাদিকদের জন্য যে পাস কার্ড, তা এখনো তৈরি করতে সক্ষম হয়নি রাবির জনসংযোগ দপ্তর- এভাবেই চলছে রাবি।
ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাদির লিখেন, বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে অথচ একটা সংবাদ সম্মেলন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন! সাংবাদিকদের অফিসিয়ালি আমন্ত্রণও জানায়নি! নকীবালয় চলছে তাহাদের মর্জিমত।
এখন টিভির রাজশাহী প্রতিনিধি মারুফ হাসান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন উপলক্ষে শুনেছি প্রচার প্রচারণা কমিটি গঠন করা হয়েছে। কাল সমাবর্তন অথচ এখন পর্যন্ত কোন সংবাদ সম্মেলন কিংবা সাংবাদিকদের ইনভাইট করা হয়নি। শুধু ক্যাম্পাসে ২-৪ টা পোস্টার আর ব্যানার ঝুলিয়েই তাহলে কার্যোদ্ধার করা হচ্ছে। শিক্ষার্থীদের একাংশ তো ইতিমধ্যে সমাবর্তন বয়কট ঘোষণা করেছে। এবার সাংবাদিকেরাও যদি এমন করে বসে, এ দায় কি বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়িয়ে চলতে পারবে?
এ বিষয়ে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের মুঠোফোনে গতকাল রাতে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ দিকে দায়িত্বপ্রাপ্ত দপ্তর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারকে গতকাল রাত থেকে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।
এমআই