আলী আজীম, মোংলা (বাগেরহাট):
দীর্ঘ দিন পর ঐতিহ্যবাহী মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। গণমাধ্যম ব্যক্তিদের এ নির্বাচনকে ঘিরে সরব রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন মহল।
প্রার্থীদের প্রচারণায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেসক্লাব অঙ্গন। প্রেসক্লাবের এ নির্বাচন নিয়ে সরকারি, বেসরকারি অফিস আদালতসহ বিভিন্ন স্থানে চলছে আলোচনা। প্রার্থীদের বিভিন্ন পদে অবস্থান নিয়ে ও কাকে ভোট দিবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এ নির্বাচনে দৃষ্টি রয়েছে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের।
২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের আর মাত্র বাকি ৪ দিন। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের পরিবেশ ততই জমজমাট হয়ে উঠছে। শেষ সময়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে লড়াই হবে হাড্ডা-হাড্ডি। এ যেন অস্তিত্ব টিকে থাকার লড়াই।
এ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চলের মোংলা উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শান্ত বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮টি পদে নির্বাচনী প্রতিদ্বন্ধীতা করছেন ১৬ জন প্রার্থী।
তারা হলেন, সভাপতি পদে- বর্তমান কমিটির সভাপতি আহসান হাবিব হাসান (দৈনিক জনকণ্ঠ) ও আবু হোসাইন সুমন (এনটিভি), সহ-সভাপতি পদে- মো: এনামুল হক (৭১ টেলিভিশন) ও মো. ওমর ফারুক ( দৈনিক অনির্বান), সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান গাজী (দৈনিক জন্মভূমি) ও বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য এম এম ফিরোজ (চ্যানেল নাইন), সহ-সাধারণ সম্পাদক পদে- বি এম ওয়াসিম আরমান (দৈনিক খুলনা গেজেট) ও মো. ইলিয়াচ হোসেন (দৈনিক খবর পত্র), সাংগঠনিক সম্পাদক পদে- মু: হাফিজুর রহমান (দৈনিক আমার সংবাদ) ও মো. আবু বকর সিদ্দিক (দৈনিক খোলা কাগজ)।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আলী আজীম ( দৈনিক প্রতিদিনের সংবাদ), মো. হাসিব সরদার (দৈনিক ভোরের ডাক), মো. লোকমান হোসেন, (দৈনিক ঢাকার ডাক), মো. মাসুদ রানা (দৈনিক ভোরের পাতা), মো. সোহেল হাওলাদার (দৈনিক পাঞ্জেরী) ও মো. মাসুম বিল্লাহ ( বাংলাদেশ বেতার)।
শান্তিপূর্ণভাবে আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক। মোংলা প্রেসক্লাবে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৮ জন।
একে