শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন

শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

দীর্ঘ দিন পর ঐতিহ্যবাহী মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। গণমাধ্যম ব্যক্তিদের এ নির্বাচনকে ঘিরে সরব রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন মহল। 

প্রার্থীদের প্রচারণায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেসক্লাব অঙ্গন। প্রেসক্লাবের এ নির্বাচন নিয়ে সরকারি, বেসরকারি অফিস আদালতসহ বিভিন্ন স্থানে চলছে আলোচনা। প্রার্থীদের বিভিন্ন পদে অবস্থান নিয়ে ও কাকে ভোট দিবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এ নির্বাচনে দৃষ্টি রয়েছে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের।

২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের আর মাত্র বাকি ৪ দিন। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের পরিবেশ ততই জমজমাট হয়ে উঠছে। শেষ সময়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে লড়াই হবে হাড্ডা-হাড্ডি। এ যেন অস্তিত্ব টিকে থাকার লড়াই।

এ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চলের মোংলা উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শান্ত বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮টি পদে নির্বাচনী প্রতিদ্বন্ধীতা করছেন ১৬ জন প্রার্থী।

তারা হলেন, সভাপতি পদে- বর্তমান কমিটির সভাপতি আহসান হাবিব হাসান (দৈনিক জনকণ্ঠ) ও আবু হোসাইন সুমন (এনটিভি), সহ-সভাপতি পদে- মো: এনামুল হক (৭১ টেলিভিশন) ও মো. ওমর ফারুক ( দৈনিক অনির্বান), সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান গাজী (দৈনিক জন্মভূমি) ও বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য এম এম ফিরোজ (চ্যানেল নাইন), সহ-সাধারণ সম্পাদক পদে- বি এম ওয়াসিম আরমান (দৈনিক খুলনা গেজেট) ও মো. ইলিয়াচ হোসেন (দৈনিক খবর পত্র), সাংগঠনিক সম্পাদক পদে- মু: হাফিজুর রহমান (দৈনিক আমার সংবাদ) ও মো. আবু বকর সিদ্দিক (দৈনিক খোলা কাগজ)।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আলী আজীম ( দৈনিক প্রতিদিনের সংবাদ), মো. হাসিব সরদার (দৈনিক ভোরের ডাক), মো. লোকমান হোসেন, (দৈনিক ঢাকার ডাক), মো. মাসুদ রানা (দৈনিক ভোরের পাতা), মো. সোহেল হাওলাদার (দৈনিক পাঞ্জেরী) ও মো. মাসুম বিল্লাহ ( বাংলাদেশ বেতার)।

শান্তিপূর্ণভাবে আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক। মোংলা প্রেসক্লাবে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৮ জন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল