আবুল খায়ের, ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সৃজনশীলতা ও কাজের স্বীকৃতি দিতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ এর ঘোষণা দিয়েছে। আগামী ২৮ ডিসেম্বর থেকে এই পুরস্কারের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি কালাম মোহাম্মাদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের স্বাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবারের আয়োজনে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হবে।
পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো: ১. বেস্ট ক্যাম্পাস রিপোর্টার ২. বেস্ট ফিচার রাইটার ৩. বেস্ট রাইজিং রিপোর্টার
আগ্রহী সংবাদকর্মীরা আগামী ২৮ ডিসেম্বর, ২০২৫ থেকে ০৫ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে তাদের প্রকাশিত সংবাদ বা ফিচার জমা দিতে পারবেন। প্রতিবেদন জমা দেয়ার ই-মেইল: inbox.diuja@gmail.com
প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য বিশেষ সম্মাননা হিসেবে থাকছে: সম্মাননা ক্রেস্ট, সনদ, আকর্ষণীয় পুরস্কার।
এ আয়োজন প্রসঙ্গে সভাপতি কালাম মোহাম্মাদ বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা হচ্ছে মুলধারার সাংবাদিকতার প্রবেশদ্বার। একজন সংবাদকর্মী হিসেবে বস্তুনিষ্ঠতা এবং সাহসিকতার যে চর্চা তারা ক্যাম্পাসে করেন, তাকে উৎসাহিত করতেই আমাদের এই বিশেষ আয়োজন।আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল লেখনী এবং সাংবাদিকতাকে আরও জনপ্রিয় করা। ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং এটি তরুণ সংবাদকর্মীদের মেধা ও অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি।
একে