ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
দীর্ঘ ২৪ বছর পর আবারও সংসদ নির্বাচনের ভোটের মাঠে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার (২৮ ডিসেম্বর) নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে সংসদ সদস্য পদে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুর ২টার দিকে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট দুলু বলেন, দীর্ঘ ২৪ বছর পর সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করলাম। ২০০১ সালে সর্বশেষ নির্বাচনে অংশ নিয়েছিলাম। ২৪-এর গণ-অভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে ও নির্বাচনে অংশ নিতে পারছি, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, গত ২৪ বছরে নাটোরের মানুষ আমাকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার তারা সেই সুযোগ পেয়েছে। বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে—এ জন্য আমি আমার দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।
অ্যাডভোকেট দুলু আশা প্রকাশ করে বলেন, ২০০১ সালে নাটোরের মানুষ যেভাবে ধানের শীষকে বিজয়ী করেছিল, ঠিক সেভাবেই এবারও নাটোরের জনগণ ধানের শীষকে বিজয়ী করবে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এমআই