অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম তোফায়েল আহমেদ। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজার নাম রাশেদ বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার) বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষের সময় তোফায়েল আহমেদ গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) বেলা আনুমানিক ১১টার দিকে তোফায়েল আহমেদ মারা যান। তার মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নিহত তোফায়েল আহমেদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয়রা পারিবারিক বিরোধের দ্রুত ও ন্যায়সঙ্গত সমাধানের মাধ্যমে এ ধরনের সহিংসতা রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।
একে