মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদরের একটি শুকনো পুকুর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় খয়রাত আলী (৪৪) নামে এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বেলা ১২টার দিকে সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামের বিপ্লব আলীর শুকনো পুকুর থেকে খয়রাত আলীর লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত খয়রাত আলী কাহারোল উপজেলার কাজিরহাট সাইনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে কাহারোল উপজেলার ১২ মাইল কান্তনগর মোড় থেকে বিয়ের ভাড়ার কথা বলে অজ্ঞাতনামা চারজন ব্যক্তি খয়রাত আলীকে সদরের সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামে নিয়ে আসে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে স্থানীয়রা সুন্দরবন গ্রামের বিপ্লব নামের এক ব্যক্তির শুকনা পুকুরে লুঙ্গি দিয়ে হাত-পা ও মাফলার দিয়ে মুখ বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে দিনাজপুর কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে নিহতের বাড়ি প্রায় এক কিলোমিটার দূরে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর নবী লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনায়স্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এমআই