এম পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে এক মতবিনিয়ম সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের মনোনীত প্রার্থী ওমর ফারুক বিন নূরী বলেছেন, সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করতে হবে। ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, সাধারণ মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (পীর সাহেব চরমোনাই) নেতৃত্বে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শনিবার সন্ধ্যায় উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষীখালী বাজারে ব্যবস্থায়ী সহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দলের এ আসনের মনোনীত প্রার্থী ওমর ফারুক বিন নূরী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন জিউধরা ইউনিয়ন শাখার সভাপতি মো. সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, প্রচার সম্পাদক মো. নুরুল আমিন হাওলাদার, ইসলামী আন্দোলন নেতা আব্দুল আউয়াল, আমজাদ হোসেন, জামায়াত ইসলামীর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ওমর ফারুক বিন নূরী আরও বলেন, ইসলামী আন্দোলনের নেতৃত্বে আগামীর রাষ্ট্র ক্ষমতায় গেলে অবহেলিত মোরেলগঞ্জ-শরণখোলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, টেকশই ভেড়িবাঁধ নির্মাণ। এ ছাড়াও স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে আমুল পরিবর্তন হবে।
এমআই