হাবিপ্রবি প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি ক্রিকেট ক্লাবের ২০২৫–২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার হোসেন শিমুল এবং জেনারেল সেক্রেটারি (জিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌমিক আহমেদ।
পদাধিকার বলে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শরীরচর্চা বিভাগের পরিচালক মো. মাহবুব-উল হাসান। এছাড়া ও সহকারী ভাইস-প্রেসিডেন্ট পদে দায়িত্ব পেয়েছেন মো. কবির খান ও রিফাত হোসেন।
ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামুল্লাহ। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম এবং সহকারী পরিচালক প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন।
নবনির্বাচিত ভিপি শাহরিয়ার হোসেন শিমুল ও জিএস সৌমিক আহমেদ এক যৌথ বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য হলো হাবিপ্রবি ক্রিকেট ক্লাবকে একটি পেশাদার ও সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, যেখানে খেলোয়াড়দের দক্ষতা, শৃঙ্খলা এবং ক্রিকেটের মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তারা আরও বলেন, ভবিষ্যতে শক্তিশালী প্রশিক্ষণ কর্মসূচি, অভ্যন্তরীণ প্রতিযোগিতা আয়োজন এবং শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি প্রসারের মাধ্যমে ক্লাবকে আরও এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি ক্লাবের মর্যাদা ও সাফল্য ধরে রাখতে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন লিগে অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে হাবিপ্রবি ক্রিকেট ক্লাব একাডেমিকের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হবে।
একে