আবুল খায়ের, ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই গেট টুগেদার (পুনর্মিলনী) ২০২৬। আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইএএ) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে হবে। এছাড়াও আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে থাকছে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব ডিআইইউ।
অনুষ্ঠানের বিষয়ে আয়োজক কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, আসন্ন অ্যালামনাই গেট টুগেদার আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত হওয়ার একটি দারুণ সুযোগ। এটি শুধু পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আয়োজন নয়; বরং অভিজ্ঞতা বিনিময়, পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যকার বন্ধনকে আরও দৃঢ় করে এবং ভবিষ্যৎ অ্যালামনাইদের জন্য কর্মক্ষেত্র তৈরিতে সহায়তা করে।
অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা সাজ-সরঞ্জাম শুরু হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াসহ নানান অনলাইন মাধ্যমেও প্রচারণা চলতে দেখা যাচ্ছে।
এ বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি ফয়সাল শেখ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের যেকোনো আয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত। বিভাগীয় সিনিয়রদের এই আয়োজনে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তনদের সঙ্গে আমাদের সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করি।
একে