বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ক্লাসরুম সংকটে জাবি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
ক্লাসরুম সংকটে জাবি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রামিন কাউছার, জাবি প্রতিনিধি:

বৈষম্য নিরসন ও ক্লাসরুম সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। বারবার আলোচনা ও আশ্বাসের পরও সংকটের কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে নতুন কলাভবন থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা—
‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’,
‘ইংরেজি বিভাগের রুম কোথায়—প্রশাসন জবাব চাই’,
‘আমাদের প্রতি বৈষম্য কেন—প্রশাসন জবাব চাই’,
‘পড়ালেখার সুযোগ চাই—দিতে হবে দিতে হবে’,
‘ক্লাস করার রুম চাই—দিতে হবে দিতে হবে’,
‘আমাদের সঙ্গে টালবাহানা—চলবে না চলবে না’,
‘প্রশাসনের মূলা—মানি না মানবো না’
ইত্যাদি স্লোগান দেন।
কর্মসূচিতে বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এ সময় ৫০তম আবর্তনের শিক্ষার্থী তাহমিনা বিনতে তৃষা বলেন,
“আমরা ইংরেজি বিভাগের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী। প্রতিটি ব্যাচে প্রায় ৯০ জন করে শিক্ষার্থী রয়েছে। অথচ এত বেশি শিক্ষার্থী থাকা সত্ত্বেও আমাদের মোট ক্লাসরুম মাত্র আড়াইটি। এই আড়াইটি রুমে কোনোভাবেই নিয়মিত ক্লাস পরিচালনা করা সম্ভব নয়—এটাই বাস্তবতা।”
তিনি আরও বলেন,
“আরও দুঃখজনক বিষয় হলো—বিগত সময়ে আমরা শিক্ষকসহ অন্য একটি বিভাগে ক্লাস করতে গেলে আমাদের সঙ্গে অত্যন্ত অশোভন ও অপমানজনক আচরণ করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের পরিবেশে এমন ঘটনা আমাদের জন্য চরম লজ্জাজনক ও হতাশাজনক।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“শীতকালীন ছুটির পরেও যদি আমরা আমাদের ক্লাসরুম না পাই, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের আর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ সর্বত্র তালা বন্ধ কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো। আমরা সংঘাত চাই না, বিশৃঙ্খলা চাই না—আমরা চাই আমাদের ন্যায্য অধিকার: ক্লাসরুম। এই অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
৫০তম আবর্তনের আরেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি বলেন,
“আমরা বিভাগের সভাপতি, অনুষদের ডিন, উপাচার্যসহ প্রশাসনের সকল পর্যায়ে বারবার কথা বলেছি, মিটিং করেছি। তারা আমাদের আশ্বস্ত করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান হয়নি। ক্লাসরুম সংকটের সমাধান না হলে আমরা রেজিস্ট্রার ভবনেই ক্লাস করবো এবং সংকট নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।”
এ ছাড়া বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতি বলেন,
“আজ আমরা এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। আমরা এসেছি আমাদের ন্যায্য শিক্ষার অধিকার আদায়ের জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বিভাগ ইংরেজি বিভাগ। অথচ দুঃখ ও লজ্জার সঙ্গে বলতে হচ্ছে—আজ এই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস করার মতো ন্যূনতম পরিবেশ থেকেও বঞ্চিত।”
তিনি আরও বলেন,
“আমাদের বাস্তবতা এমন যে, একটি ব্যাচের ক্লাস চলাকালীন অন্য ব্যাচের শিক্ষার্থীদের ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এভাবে বছরের পর বছর চরম অনিয়মের মধ্য দিয়ে বিভাগটি চলছে। আমরা বারবার সমস্যার কথা জানিয়েছি, গোলটেবিল বৈঠক করেছি, জাকসু নির্বাচন হয়েছে, প্রতিনিধিরা কথা বলেছেন—কিন্তু আজ পর্যন্ত ক্লাসরুম সংকটের কোনো স্থায়ী সমাধান হয়নি। বরং আশপাশের বিভাগগুলো আমাদের ক্লাসরুম ভাগ করে নিয়েছে।”
উল্লেখ্য, এর আগেও একাধিকবার আলোচনা, বিক্ষোভ মিছিল ও কর্মসূচির মাধ্যমে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুম সংকটের বিষয়টি তুলে ধরেছেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল