তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ক্যাম্পাস পার্শ্ববর্তী অসহায়, দারিদ্র্য ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'তারুণ্য'। শনিবার বেলা ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র করিডোরে এ আয়োজন করে সংগঠনটি। এসময় দেড় শতাধিক মানুষের মাঝে উপহার প্রদান করে তারা।
মিম আক্তার ও মিরাজ ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সহ-সভাপতি মিজানুর রহমান, শুভাশিত সদস্য ফাইমুন নোমান, বর্তমান সাধারণ সম্পাদক ইশতিয়াক হিমেল, সাহিত্য সম্পাদক ইমরানসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরছালিন ইসলাম তুরান।
প্রোগ্রামের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সংগঠনটির সদস্য নুরুন্নবী আকন্দ। পরে গীতাপাঠ করেন অর্পিতা পাল। এরপর সমস্বরে জাতীয় সংগীত পাঠ করা হয়। পরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইশতিয়াক হিমেল। এরপর স্বাগত প্রদান করেন অন্যান্য অতিথিবৃন্দ। পরে ১৮০ জন শীতার্ত মানুষের মাঝে হুডি, কম্বল, চাদর ও মোজা বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, তারুণ্য'র সব সদস্যের প্রচেষ্টায় আজকের এই আয়োজন সম্ভব হয়েছে। আমরা সাধ্যমতো খরচ বাঁচিয়ে সেই টাকা দিয়ে সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি। মানুষের জন্য ও মানুষের কল্যাণে কাজ করা ও আপনাদের মতো মানুষদেরকে সহযোগিতা করার মাঝেই আমরা সফলতা খুঁজে পাই। আমাদের জন্য দোয়া রাখবেন, যেন আমাদের এই ধারা অব্যাহত থাকে এবং ভবিষ্যতে আরও বড়ো পরিসরে আমরা কাজ করতে পারি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ক্যাম্পাসের আশেপাশে আপনারা যারা আছেন তারাও ইবি পরিবারের অংশ। আপনাদেরকে নিয়েও যে তারুণ্য'র পরিকল্পনা ও কর্মসূচি আছে, তার প্রকৃষ্ট প্রমাণ হলো আজকের উপস্থিতি। ছাত্র অবস্থায় নিজেদের লেখাপড়ার পাশাপাশি আপনাদের জন্য তাদের যে ভাবনা ও চিন্তা আছে, তাদেরকে সহযোগিতার যে মানসিকতা আছে- এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত।
তিনি আরও বলেন, এরা যে কাজ করছে তার ফিডব্যাক হিসেবে কোনো উপকার প্রত্যাশা করছে না। বরং তারা এই সমাজের অংশ ও শিক্ষিত মানুষ হিসেবে এই সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তা পালন করার চেষ্টা করছে। তাদের এ কাজের পরিধি আগামী দিনে আরও বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা করছি। আমরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং তাদের কাজগুলোকে অবশ্যই স্বীকৃতি ও উৎসাহ দেব, যাতে করে সবাই মিলে আমরা আমাদের দেশ ও সমাজকে গড়তে পারি।
উল্লেখ্য, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় গত দুমাস যাবৎ সংগঠনটির সদস্যরা শীতবস্ত্র বিতরণের জন্য ক্যাম্পাসের আশেপাশে ও কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ করেন। পরে বিভিন্ন স্থানের পথশিশু, গরীব ও অসহায়দের মাঝে টোকেন বিতরণ করে তারা।
একে