ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা মিস্ নূর জাহান বেগম বলেছেন, একাত্তরের স্বাধীনতার পর যেমন আমরা বৈষম্যহীন বাংলাদেশ পাইনি তেমনি ২৪ এর ফ্যাসিবাদ আন্দোলনের পরেও আমরা বৈষম্যহীন বাংলাদেশ পাইনি। তাহলে আমরা কি বারবার শুধু বঞ্চনার শিকার হব। এজন্য আমরা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রত্যাশা করি। এজন্যই আমরা গণভোটে থাকে জয়যুক্ত করে বৈষম্য দূর করতে চাই। এছাড়া জাতীয় ভোটেও নিরপেক্ষ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যাতে আমাদের বারবার বঞ্চনার শিকার হতে না হয়।
তিনি আজ রবিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন গণভোট ২০২৬ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসমা খাতুন সহ সরকারী কর্মকর্তা গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এমআই