তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) আহ্বায়ক মোখলেছুর রহমান সুইটের বিরুদ্ধে ছাত্রত্ব শেষ হওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ হলে অবস্থান করার অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে।
জানা যায়, তিনি ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২৪-এর বিপ্লবের সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। একই বছর ডিসেম্বরে তিনি স্নাতকোত্তর শেষ করেন। পরবর্তীতে গত বছর ৮ নভেম্বর তিনি শাখা বৈবিছাআ'র আহ্বায়কের দায়িত্ব পান। তবে অনেক আগেই ছাত্রত্ব শেষ হলেও হল ছাড়েননি তিনি। বর্তমানে তিনি শহিদ আনাস হলের ৪১০নং রুমে নিয়মিত অবস্থান করেন বলে জানা গেছে।
এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট দেখা গেছে। পোস্টে তারা বলেন, নিয়মিত শিক্ষার্থীরা এখনো অনেকে সিট পাচ্ছে না, যার ফলে তারা গণরুমে অবস্থান করছে। কিন্তু একজন সমন্বয়ক হয়েও তিনি একটি সিট দখল করে আছেন, যা জুলাই চেতনার আদর্শের পরিপন্থি বলে মনে করি।
এ ব্যাপারে এস এম সুইট বলেন, গণমাধ্যম কর্মী হিসেবে তুমি এ ব্যাপারে কথা বলছো সেজন্য ধন্যবাদ। কিন্তু এ অভিযোগটা সত্য নয়। আমি ক্যাম্পাসের পাশে রুম নিয়েছি, সেখানেও থাকি। নিরাপত্তা জনিত কারণে মাঝে মাঝে হলে অবস্থান করি।
এ ব্যাপারে শহিদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, সুইটের তো হলে সিট নেই। মাঝে মাঝে হয়ত থাকে আমি জানি না। আমার সাথে ক্যাম্পাসে দেখা হয় মাঝেমধ্যে। হলে তো থাকতে দেখি না। গেস্ট হিসেবে থাকতে পারে। তবে নিয়মিত যদি থাকে তাহলে সেটা ইলিগ্যালি থাকে। আমি তো তার সিট রাখি নাই।
এমআই