মাহবু্বুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে কাল শুক্রবার ২৩ জানুয়ারি জামায়াতের জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে ৬ লক্ষাধিক লোক সমাগমের আশা করছেন স্থানীয় জামায়াতের নেতারা। ঢাকার বাইরে এটিই জামায়াতের প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬) দিনাজপুর গোর-এ-শহীদ বড়মাঠে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সভাস্থলে মঞ্চ তৈরির কাজ ও অন্যান্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি সফরের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত বিশাল এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
জামায়াত আমিরের আগমনকে ঘিরে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপিসহ দিনাজপুরে ১০ দলীয় জোটের নেতাকর্মীরা উজ্জীবিত। জনসভায় ৬ লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে এমনটিই জানানো হয়েছে জেলা জামাতের পক্ষ থেকে।
এদিকে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর- দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বৃহস্পতিবার দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে
আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সফরের তথ্য তুলে ধরেন। তিনি জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঢাকা হতে আকাশপথে শুক্রবার পঞ্চগড়ে আসবেন। সেখানে বেলা ১১টায় তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দুপুর দুইটায় দিনাজপুর বড় মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। বিকাল ৪টায় ঠাকুরগাঁও একটি জনসভায় বক্তব্য রাখবেন। সেখান থেকে রংপুরে যাবেন। সন্ধ্যা ৭টায় রংপুরে অপর এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান রংপুরে রাত্রিযাপন করবেন।
শনুবার সকালে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। এরপর তিনি গাইবান্ধার পলাশবাড়ী ও শেরপুরে পৃথক দুইটি জনসভায় বক্তব্য রাখবেন। তারপর তিনি পাবনা জেলায় পৃথক তিন জনসভায় বক্তব্য রাখবেন। তারপর তিনি রাতেই ঢাকায় ফিরে যাবেন।
দিনাজপুর শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেল জানান, এরই মঞ্চ তৈরিসহ অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক থাকলে এটি স্মরণকালের সবচেয়ে বড় নির্বাচনি জনসভা হবে। জনসভায় জামায়াতের আয়োজনে কমপক্ষে পাঁচ লাখ এবং জোটের যে দলগুলো রয়েছে তাদের নেতাকর্মী-সমর্থক মিলে প্রায় এক লাখ ৬ লক্ষাধিক লোক আসবেন বলে প্রস্তুতি রয়েছে। তিনি জানান, জেলা শহরজুড়ে প্রশাসনের পাশাপাশি কয়েক হাজার জামায়াতের স্বেচ্ছাসেবী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করবেন। জনসভায় নেতাকর্মীরা ছাড়াও দিনাজপুরের পাঁচটি আসনের জামায়াতের প্রার্থী এবং দিনাজপুর ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের এসসিপি প্রার্থী উপস্থিত থাকবেন।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান জানান, জামায়াতের আমির ঢাকার বাইরে প্রথম নির্বাচনি জনসভায় কি নির্দেশনা দেন, তা শোনার জন্য দলীয় নেতাকর্মীস সাধারণ মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
এমআই