খালেদ হোসেন টাপু ,রামু প্রতিনিধি:
রামুতে দূর্বৃত্তের গুলিতে শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড শফিউল লেদাপুতু (২৮) নিহত হয়েছে। শফিউল আলম লেদাপুতু মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫ টার দিকে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এলাকায় প্রতিপক্ষ ডাকাত ও সন্ত্রাসী আব্দুর রহিম বাহিনী অতর্কিত শাহিন ডাকাত এর সহযোগী শফিউল আলম প্রকাশ লেদাপুতুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই শফিউল আলম লেদাপুতু মারা যান।
খবর পেয়ে গর্জনিয়া ফাড়ির এসআই মোঃ জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান। পরে পুলিশ মৃতদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
উল্লেখ্য যে, নিহত শফিউল আলম লেদা পুতু বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন ডাকাতের চিহ্নিত সেকেন্ড ইন কমান্ড । শাহীন ডাকাত আটক হওয়ার পর উক্ত জনপদে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আব্দুর রহিম ডাকাত বেপরোয়া হয়ে উঠে, নিত্যদিন বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছে। বর্তমানে উক্ত জনপদে সীমান্ত সকল অপকর্মে জড়িত।
এদিকে শফিউল আলম লেদাপুতুর স্বজনরা দাবী করেছেন,রেদাপুতুু সন্ত্রাসী এলাকার সাহসী এক যুবক-সন্ত্রাসীদের আতংক ছিল। তাকে নিজের লোকদিয়ে ডেকে নিয়ে অতি কাছ থেকে খুন করে বলেও দাবী করেন তারা। অথচ ঘটনাস্থলের অপর প্রান্তে গর্জনিয়া ফাঁড়ি পুলিশের একটি দল টহলে ছিল।
ঘটনার ৫ মিনিটেই তারা ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ পৌঁছার আগেই সন্ত্রাসীরা দলবেধেঁ পালিয়ে যায়।
রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া দূর্বৃত্তের গুলিতে শফিউল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
একে