রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কুহেলিকা উৎসবে মাততে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

রোববার, জানুয়ারী ২৫, ২০২৬
কুহেলিকা উৎসবে মাততে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:

প্রতিবছরের ন্যায় এবারও কুহেলিকা উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, পরিবেশবাদী ও সাংস্কৃতিক সংগঠন অভয়ারণ্য। আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করেছে সংগঠনটি।

জানা যায়, প্রায় অর্ধশতাধিক স্টল থাকবে এ উৎসবে। স্টলগুলোতে বিভিন্ন ধরনের খাবার, পিঠা, কসমেটিকস ও বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে। একইসাথে, প্রতিবারের ন্যায় এবারও থাকছে 'চিঠিবক্স'। যার মাধ্যমে প্রিয়জনদের কাছে পাঠানো যাবে মনের গহিনে লুকিয়ে থাকা বার্তা। তা ছাড়া ২৬ ও ২৭ তারিখ অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এ ব্যাপারে সংগঠনটির সভাপতি নাইমুল ফারাবী বলেন, অভয়ারণ্য যেমন পরিবেশ নিয়ে কাজ করে, তেমনই বাঙালি সংস্কৃতি নিয়েও কাজ করে। আর বাঙালি সংস্কৃতিকে পুনরায় শিক্ষার্থীদের মাঝে ফিরিয়ে আনার জন্যই আমাদের এ কুহেলিকা উৎসব। গত কয়েকবছর ধরে আমরা এটি আয়োজন করে যাচ্ছি। শিক্ষার্থীরা যাতে অল্প কিছু সময়ের জন্য হলেও যুগ যুগ ধরে চলে আসা বাঙালি সংস্কৃতিতে ফিরতে পারে, সেজন্যই আমাদের এ আয়োজন। স্টলগুলোতে বিভিন্ন ধরনের বাঙালিয়ানা সামগ্রী পাওয়া যাবে। পাশাপাশি, চিঠি বক্স তো থাকছেই। তাই সবাইকে এ উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। 

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল