সর্বশেষ সংবাদ
তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্যোগে চা সন্ধ্যা ও মিউজিক্যাল নাইট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের সামনে তারা এ আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিভাগটির অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমানসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
এসময় 'অনুভূতি বক্সে' বিভাগ, শিক্ষক ও বন্ধু-বান্ধবদের নিয়ে বিভিন্ন অনুভূতি লিখে শিক্ষার্থীরা। তাছাড়া, বিভিন্ন ধরনের গান পরিবেশ করে তারা।
অনুষ্ঠানে অধ্যাপক মতিনুর রহমান বলেন,
আমাদের বিভাগ সবসময়ই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসেও দৃষ্টান্তমূলক স্বাক্ষর রাখে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। আজ মাস্টার্সের শিক্ষার্থীরা চা আড্ডা’র আয়োজন করেছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা নিজেদের মধ্যে গল্প ও আড্ডার মাধ্যমে একে অপরের সাথে সুখ-দুঃখ, ডিপার্টমেন্টের এবং বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আলোচনা করেছে। আমরাও তাদের সাথে শরিক হয়েছি, মন খুলে কথা বলেছি। শিক্ষক এবং শিক্ষার্থী মিলে একটি প্রাণবন্ত আড্ডা একটি ইতিবাচক পরিবেশ তৈরি করেছে।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস, এই শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবে। তাদের বড়ো ভাইয়েরা যেভাবে দেশ-বিদেশে ভূমিকা রাখছে, এই শিক্ষার্থীরাও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে।
একে
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল