মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে রিয়ান (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের জনৈক মেহেদী হাসানের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে আখড়াখোলা গ্রামের নানার বাড়ি থেকে খেরার জন্য বেরিয়ে সে আর ফিরে আসেনি। শিশু রিয়ান সাতক্ষীরা সদর উপজেলা আখড়াখোলা গ্রামের শাহাদাত হোসেন ওরফে সাজুর ছেলে। সে স্থানীয় শোয়েব হোসেন প্রিক্যাডেট স্কুলের প্লে শ্রেণীর ছাত্র ছিল।
রিয়ানের নানা আখড়াখোলা গ্রামের মতিয়ার রহমান জানান, শুক্রবার সকালে মায়ের সাথে রিয়ান তাদের বাড়িতে আসে। দুপুরে খাওয়ার পর বিকাল সাড়ে সাড়ে তিনটার দিকে খেলার জন্য সে বাড়ির বাইরে চলে যায়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকাল সাতটার দিকে আমার ছোট ভাই মেহেদী হাসানের মাছের ঘেরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে ঘের থেকে শিশু রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহ: মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শিশুটির মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান ওই
পুলিশ কর্মকর্তা।
এমআ্ই