জাহিদ হাসান শাওন, খুবি প্রতিনিধি:
‘এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাই জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।’ নবীন শিক্ষার্থীদের বরণ করতে এমন বাক্যই যেন উচ্চারিত হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কণ্ঠে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব উচ্চমাধ্যমিকের সফল সমাপ্তির পর সম্পূর্ণ নতুন মুক্ত জ্ঞানচর্চার রাজ্য হলো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রায় সব শিক্ষার্থীরই স্বপ্ন থাকে স্কুল-কলেজের চৌকাঠ পেরিয়ে উচ্চশিক্ষার জন্য দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কোনো একটিতে নিজের আসন নিশ্চিত করা। জীবনের সব বাধা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ মানেই অন্যরকম এক অনুভূতি এবং নতুনত্বের হাতছানি। নবীন শিক্ষার্থীদের চোখে খুলনা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরেছেন সময় জার্নাল এর খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শ্রাবণ শাওন।
শৃঙ্খলা ও ইতিবাচক শিক্ষার টানে খুবিতে
রাজনীতিমুক্ত ও সেশনজটহীন শিক্ষাব্যবস্থা এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ আমাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতি বিশেষভাবে আকৃষ্ট করেছে। পুরো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সাংস্কৃতিক পরিবেশ অত্যন্ত ইতিবাচক ও শিক্ষাবান্ধব বলে মনে হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই আমি স্থাপত্য বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি।
আশা করি এখানকার শিক্ষা আমাকে ভবিষ্যতে সমাজের জন্য ভালো কিছু করার পথে এগিয়ে নেবে।
শামামাহ্ আলী
স্থাপত্য ডিসিপ্লিন
স্বপ্নের ক্যাম্পাস, স্বপ্নের বিশ্ববিদ্যালয়
খুলনার ছেলে হিসেবে সবসময়ই খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল। এর অন্যতম কারণ হলো সম্পূর্ণ অরাজনৈতিক ক্যাম্পাস—যেখানে কোনো অতিরিক্ত ঝামেলা নেই। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়।
সুন্দর ও সবুজ ক্যাম্পাস পড়াশোনার জন্য একেবারেই আদর্শ। সব মিলিয়ে আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় সত্যিই স্বপ্নের মতো।
মেসকাত রহমান
সমাজবিজ্ঞান ডিসিপ্লিন
নতুন পথচলার অনুপ্রেরণা
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুভূতিটা আমার কাছে সত্যিই অন্য রকম। ক্যাম্পাসে পা রাখার পর থেকেই মনে এক নতুন স্বপ্ন ও সম্ভাবনার অনুভূতি কাজ করছে। পরিবেশটা বেশ সুন্দর ও স্বস্তিজনক, আর এখানকার একাডেমিক পরিবেশ আমাকে আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী হতে অনুপ্রাণিত করছে। মনে হচ্ছে, শেখা, বেড়ে ওঠা এবং নিজেকে গড়ে তোলার জন্য এই জায়গাটি একটি দারুণ প্ল্যাটফর্ম হবে। আমার এই নতুন পথচলা যেন নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্মান আরও বাড়াতে পারে—এই প্রত্যাশা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।
মোঃ নাদিম হাসান
ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন
সময় জার্নাল/একে