রামিন কাউছার,জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাগেরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতি–এর ২০২৬ সালের কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হেলাল শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. তারিকুল মৃধা।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল হালিম (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ) এবং অধ্যাপক ড. হাসান ইমাম (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. সাকিব শেখ; সহ-সভাপতি শ্রাবণী জামান জ্যোতি, ফারহানা বিনতে নুর, সাগরময় বিশ্বাস, কাজী মাক্তাবর পান্থ ও তিনু আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান আবির, মেহেরুন্নেসা স্মরণী, লাবনী মনি নিঝুম ও শেখ রাজু।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শেখ লোকমান গালিব, সহ-
সাংগঠনিক সম্পাদক মো. ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ মো. আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক প্রত্যাশা রাণী এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আতিকুজ্জামান আতিক। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন নিপা মন্ডল এবং শিক্ষা ও উন্নয়নবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইশা মুনতাহা।
কমিটি অনুমোদনের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তারিকুল মৃধা বলেন, “খান জাহান আলীর পুণ্যভূমি বাগেরহাট দেশের অন্যতম প্রাচীন জনপদ। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–সংলগ্ন এই জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্য। এমন একটি ঐতিহাসিক জেলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতিকে একটি গতিশীল, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
একে