ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনের ১১ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, সন্ত্রাস দূর্ণীতি চাঁদাবাজ মুক্ত ন্যায় ইনসাফ ও সুখিসমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে। এবার কোন ভয়ভীতি ও ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবেনা। দেশের জনগণ সবাই এখন সচেতন। তাদেরকে আর বোকা বানানো যাবেনা।
আজ শনিবার (৩১জানুয়ারি) সকাল থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন গ্রাম, পাড়া -মহল্লাও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার সাথে ও পথসভায় ভোটারদেরকে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনুস আলী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা ও আশা প্রত্যাশার কথা শোনেন এবং আগামীতে ন্যায় ইনসাফ ভিত্তিক, সুখি সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, সম্প্রীতির রাজনীতি ও উন্নয়নের চিন্তাধারা তুলে ধরেন।
ইউনুস আলী আরো বলেন, আপনাদের যে কোন সমস্যার জন্য আমার পেছনে পেছনে ঘুরতে হবে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি নিজেই ঘুরে ঘুরে দেখবো ও কোথায় কী কী প্রয়োজন সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করবো।
নির্বাচনী প্রচারনার সময় নাটোর-২ (সদর- নলডাঙ্গা) আসনের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর সঙ্গে ছিলেন , জেলা জামায়াতের অর্থ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান, নলডাঙ্গা থানা আমীর মাওলানা মোঃ আব্দুর রব,নাটোর শহর শাখার আমীর রাশেদুল ইসলাম রাশেদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোঃ আফতাব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক ড. জিয়াউল হক জিয়া , এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন, খাজুরা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রউফ সহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রচুর ভোটারগণ উপস্থিত ছিলেন।
গণসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট বিপ্লব ও সমর্থনের মাধ্যমেই একটি ন্যায় ইনসাফ, সৎ, যোগ্য ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাকে বিজয় করার আহ্বান জানান।
এমআই