নিজস্ব প্রতিবেদক:
১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তিনি ঢাকা-৮ আসনে অনেক অসভ্য মানুষের পাল্লায় পড়েছেন, যারা গ্যাংস্টারের ভাষায় কথা বলে। প্রতিপক্ষকে 'পাবলো এসকোবার' ও 'দাউদ ইব্রাহিমের' সঙ্গেও তুলনা করেছেন তিনি। বলেছেন, নির্বাচিত হলে তিনি ঢাকা-৮ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারমুক্ত করবেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নিবাচর্নী প্রচারণার সময় এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক।
নাসীরুদ্দীন বলেন, 'গতকাল একজন বলেছেন, "সকাল বেলা ঘুম থেকে উঠে আল্লাহ্র নাম না নিয়েই আমি আরেকজনের নাম নিই।" এখানে একজন সমাজের সম্মানিত ব্যক্তি রয়েছেন, তাকে সমাজের সবাই শ্রদ্ধা করেন। উনি সকাল বেলা উঠে আল্লাহ্র নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন, সন্ত্রাসী শুরু করেন, দুর্নীতি শুরু করেন। রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে। দোকানদারভাইদের বলব, সকাল বেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই চাঁদা চাইতে এসব লোকরা, তাদের আপনারা ঠেকিয়ে দেবেন।'
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ঢাকা-৮ আসনটি বর্তমানে 'আইয়ামে জাহেলিয়াত' বা অন্ধকার যুগে নিমজ্জিত। তিনি বলেন, 'আমরা বলব একটা আইয়ামে জাহেলিয়াতে আছি। একটা অসভ্য মানুষদের আমরা পাল্লায় পড়েছি। আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব। এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন। ভোটের মাধ্যমে আগামী ১২ তারিখে আমরা আইয়ামে জাহেলিয়াত থেকে মুক্ত হতে চাই। ভোটের মাধ্যমে আমরা যারা মানুষের সাথে বেয়াদবি করছে, সন্ত্রাসী আচরণ করছে, আমরা তাদের থেকে মুক্ত হতে চাই।'
মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'উনাদেরকে বলব যে নামাজ পড়বেন, নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন, তওবা আস্তাগফিরুল্লাহ করবেন। যা করেছেন যথেষ্ট হয়েছে। আপনারা জানেন যে কীভাবে কমিশনার হয়েছিল। অস্ত্র তাক করে গুলি করতে করতে কমিশনার হইছে। এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কী? আব্বাস উদ্দিন। হয়ে গেছে মির্জা আব্বাস। তা আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম। তো ঢাকা ৮-এ এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। তো আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব।'
নিজের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট করেন যে, তার এক নম্বর এজেন্ডা হলো ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। তিনি সন্ত্রাস, মাদক ও দখলদারিত্বমুক্ত একটি সমাজ গঠনের অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি এলাকাবাসীর জন্য বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনার কথা জানান। এর মধ্যে রয়েছে ওয়ার্ডভিত্তিক ২৪ ঘণ্টা কমিউনিটি হেলথ সার্ভিস চালু, মা ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থা, নারীদের সুরক্ষায় 'উইমেন সাপোর্ট ডেস্ক' স্থাপন এবং মার্কেটে নারীদের জন্য নামাজের স্থান নিশ্চিত করা।
শিক্ষা ও আবাসন খাতের উন্নয়নেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ। স্কুল-কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ করা এবং সরকারি চাকরিজীবীদের পে-স্কেল ও আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, নিরাপদ পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা-৮ আসনকে একটি মডেল ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখান এই প্রার্থী।
এ্মআই