ডাঃ মোঃ  শামীম  রেজা :
আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। 
গত সপ্তাহে যশোরে আমার করা দুইটি অপারেশন এর রুগী ভালো আছেন। 
কেস নং -১ ঃ
---------------------------------------------------
এক্সিডেন্ট করা রুগী। হাঁটুর নীচের দুইটি হাড়ই ভেংগে গেছে, সাথে প্রধান রক্তনালিও ছিঁড়ে রক্তের দলা দিয়ে রক্তনালি বন্ধ হয়ে গেছে। পা ঠান্ডা,  হাঁটুর নীচে থেকে পা টা কেঁটে ফেলার ডিসিশন শুধু সময়ের অপেক্ষা মাত্র। 
আল্লাহর অশেষ রহমত, অপারেশন করে রক্তনালি এনাস্টোমোসিস করে রক্ত চালু  করা সম্ভব হয়েছে। পা আর কাঁটা লাগেনি। রোগী খুব ভালো আছেন। 
কেস নং ২ ঃ
----------------------------------------------------
কিডনি নষ্ট হয়ে যাওয়া রুগী। ক্রিয়েটিনিন হাই। কিডনি চিকিৎসক এর মতামত ডায়ালাইসিস লাগবে। অপারেশন করে হাতের ধমনী ও ভেইন এর মধ্যে সংযোগ ঘটিয়ে দিতে হবে, অর্থাৎ "ফিশ্চুলা" তৈরী করে দিতে হবে। 
আলহামদুলিল্লাহ, সেটাও সফলভাবে সম্পন্ন করেছি। রোগী খুব ভালো আছেন। 
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ----
পংগু হাসপাতাল, যশোর  ও
ইবনে সিনা হাসপাতাল, যশোর কর্তৃপক্ষকে। 
////////
ডাঃ মোঃ  শামীম  রেজা 
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), 
এমএস ( কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী) 
সহকারী অধ্যাপক, ভাসকুলার সার্জারী, 
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা।