রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

১৮ জনকে আলোকিত নারী সম্মাননা ২০২১ প্রদান

বৃহস্পতিবার, মার্চ ১৮, ২০২১
১৮ জনকে আলোকিত নারী সম্মাননা ২০২১ প্রদান

ইমাম মেহেদীনারী দিবসে পুরষদেরকেও সম্মান করতে হবে শুধু নারী দিবস পালন করেই কাজ শেষ করা যাবে না আমাদের নারীরা ঘূরে দাড়িয়েছেযদিও সেই জায়গাটা অনেক কঠিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্ষমতায়নে বর্তমানে সকল ক্ষেত্র্রে নারীরা এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে পুরুষদেরকেও এগিয়ে আসার আহবান জানান তিনি


১৮ মার্চ সন্ধ্যা টায় রাজধানীর গুলশান অল কমিউনিটি ক্লাব লিমিটেডেআলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনআয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও বর্তমান গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি তিনি এসব কথা বলেন


স্বনির্ভর মন্ত্রে উজ্জীবত নারীস্লোগানে দেশের বিভিন্নক্ষেত্রে অবদান রাখায় ১৮জন নারীকে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে  এই সম্মাননা প্রদান করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন সেলিম তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন এর অতিরিক্ত পুলিশ কমিশনার রহিমা আক্তার লাকী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এইদেশটা নারী পুরুষ সবার সমান অধিকার। প্রকৃত জ্ঞান চর্চার মাধ্যমে নারীদেরকে সকল  ক্ষেত্রে এগিয়ে যেতে হবে


  


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফাস্ট ভাইস গভর্ণর লায়ন নিখিল চন্দ্র গুহ, গভর্ণর লায়ন্স নজরুল ইসলাম শিকদার।এছাড়াও বক্তব্য রাখেন, প্রকৌশলী সেলিম মিয়া, নারীনেত্রী সংগঠক সাবিনা সিদ্দিকা, মডেল বুলবুল টুম্বা। অনুষষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি   সম্মাননা প্রাপ্ত নারীদেরকে ফুল এবঙ উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৮ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।


    


সম্মাননা প্রাপ্তরা হলেন, উইমেন ফর উইমেন এর ভাইস প্রেসিডেন্ট নারী শিল্প উদ্যোক্তা ইউ এইচ রাশেদা আখতার খানমইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবৃত্তিশিল্পী প্রোগ্রাম প্রেজেন্টার শিরিনা বিথী,  বিকশিত নারী সংঘের প্রেসিডেন্ট, সৈয়দা তাওফিকা সাহেদ, বাংলাদেশ হ্যান্ডবল রেফারি এসোসিয়েশন এর এক্সিকিউটিভ মেম্বার আয়েশা জামান, বাংলাদেশ টেলিভিশনের এঙ্কার হোস্ট লবী রহমান, বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, জারাস বিউটি লাউঞ্জ এন্ড ফিটনেস ক্লাবের সিইও, নারী উদ্যোক্তা ফারহানা রুমী,  হাবস্ কেয়ার আয়ুর্বেদিক কসমেটিকিস  এর সিইও এবং এ্যাঙ্কার হোস্ট শায়রা আহমেদ, নাবিলা ফ্যাশনা এন্ড বুটিকস নাবিলা পিঠাঘর এর প্রেসিডেন্ট নারী উদ্যোক্তা  সালমা আক্তার বর্ষা, নারী উদ্যোক্তা রন্ধনশিল্পী বৈশালী ফুড এর সিও মোস্তারিনা পারভীন রুনী, শিশুদের জন্য আমরা এর প্রেসিডেন্ট হাজেরা বেগম, আলোকিত নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান . মেহেরুন নেছা মেহেরিণ, উইন্ডোশপ এর সিইও নারী উদ্যোক্তা অতশী আব্দুল্লাহ, সৌখিন কারু শিল্প এর সিইও নারী উধ্যোক্তা আফরোজা খানম মুক্তা, অভিনেত্রী  কেয়া আক্তার পায়েল, ইন্টারন্যাশনাল মডেল মারিয়া কিসপট্ট অভিনেত্রী তানিন তানহা।অনুষ্ঠান সঞ্চালনা করনে  মু. হারুন উর রশিদ


সময় জার্নাল/ইম 

 

 

 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল