ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধিঃ
'চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির; জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর' স্লোগানে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগতার বিজয়ী তাহমিনা তানজিল তুলি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মনসুর মুসার সভাপতিত্বে একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ও আবৃত্তি প্রশিক্ষক এনামুল হক,সহকারী অধ্যাপক আবু রায়হান ও সঙ্গীত পরিচালক এনায়েত এ মওলা জিন্নাহ।
প্রতিযোগিতায় ১৯ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। লটারির মাধ্যমে প্রতিযোগিরা তাদের বক্তব্যের বিষয় বাছাই করার সুযোগ পান।
বিচারক এনায়েত এ মওলা জিন্নাহ বলেন , 'ভুল-ভ্রান্তি হবেই কিন্তু নিজেকে বোঝাতে হবে আমি পারবো। বাংলা বিভাগ এরকম একটা উদ্যোগ নিয়েছে, আমি সত্যি আনন্দিত। এমন প্রতিযোগিতা প্রতি মাসে একটি হলেও চাই।'
প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১ম স্থান অধিকারী তাহমিনা তানজিল তুলি জানান, 'আমি যখন প্রথম জানলাম এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তখন খুব ভালো লাগলো। আমরা যারা নিজের মতামত তুলে ধরতে চাই, তাদের জন্য এ রকম একটা আয়োজন সত্যি প্রয়োজন ছিলো।'
অনুষ্ঠানে বিভাগের অন্যান্য সকল শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমআই