নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘদিন ধরেই কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এমন অবস্থায় রিজার্ভ থেকে আর কোনো বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিকাল ৩টায় শুরু হয়ে এ বৈঠক চলে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত।
বৈঠক শেষে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্যাহ মৃধা সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ইআরএফের পক্ষ থেকে আমরা ডলারের বন্ড ছাড়ার প্রস্তাব দিয়েছি। তবে এতে কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইআরএফের সভাপতি বলেন, মূলত বৈঠকে মুদ্রানীতি, ডলারের দাম ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের অর্থনীতিকে কিভাবে স্থিতিশীল করা যায় সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। গভর্নর মহোদয় বলেছেন, খুব দ্রুতই আমাদের অর্থনীতি স্থিতিশীল হবে।
ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা এবং বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ব্যাংক বিটের সাংবাদিকরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর