সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

চবি হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি রেদওয়ান, সম্পাদক তাজুল

বুধবার, ফেব্রুয়ারী ২১, ২০২৪
চবি হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি রেদওয়ান, সম্পাদক তাজুল

মো. জাহিদুল হক, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হবিগঞ্জ জেলা সটুডেন্টস' এসোসিয়েশনের ২০২৪-২৫ কার্যবর্ষের দুই সদস্যের নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের ২০১৯ ২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেদ্ওয়ান আহমদ এবং সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম তাজিন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা, বিশ্ববিদ্যলয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুল হক।

সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজিন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহন, শিক্ষার্থীদের মাঝে সামাজিক নেতৃত্ব, হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতেই এই সংগঠনটির যাত্রা। কমিটির উপদেষ্টা সহ সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাদের উপর এই গুরুদায়িত্ব অর্পন করেছে। আশা করছি নতুন নেতৃত্ব এবং অনাগত শিক্ষার্থীদের নিয়ে আরও সামনে এগিয়ে যাবে প্রাণের সংগঠন। 

নবনির্বাচিত সভাপতি রেদওয়ান আহমদ বলেন, প্রতিকূল পরিবেশে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অন্যের প্রয়োজনে এগিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের জীবনকে সহজ ও আনন্দময় করে তোলার জন্যেই ২০০৭ সাল থেকে আমাদের সংগঠনটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের অবকাঠামো ধারণ করে প্রতিনিয়ত বিভিন্ন ছাত্রকল্যাণ ও জনস্বার্থমূলক কার্যক্রমই আমাদের এই সংগঠনটির মূল লক্ষ্য।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় চায়ের নগরী খ্যাত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের ভর্তি হওয়া থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা করে আসছে। ভর্তি পরীক্ষার্থীদের ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষকদের সাথে পরামর্শ, প্রাথমিক তথ্য সরবরাহ করে আসছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ ভ্রমণসহ শিক্ষার্থীদের সামগ্রিক সাহায্য-সহযোগিতা করে আসছে সংগঠনটি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল