রবিবার, ০৪ মে ২০২৫

শেকৃবিতে শিবিরের নবীন বরণ ও ইফতার অনুষ্ঠিত

শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
শেকৃবিতে শিবিরের নবীন বরণ ও ইফতার অনুষ্ঠিত

জুয়েল হোসেন, শেকৃবি প্রতিনিধি: 

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন  শিক্ষার্থীদের (২০২৩-২৪ সেশন)নবীন বরণ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। 

১৩ মার্চ ( বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর জাতীয়  আর্কাইভ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মেহেদী হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আবুল হাসান । 

নবীন শিক্ষার্থীদের জন্য  শিবিরের  পক্ষ থেকে একটি কোরআন, বই , চাবির রিং ইফতার বিতরণ করা হয়।ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল।  

প্রধান অতিথির বক্তব্যে শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫০ বছরেও আমরা সাম্য, ন্যায়বিচার দেখতে পাচ্ছি না। 

জুলাইয়ের পর ১৮৯টা ঘটনা, ৭২টা শিশু, নারী নির্যাতন ১১৭টা ঘটনা ঘটেছে। 

নৈতিক ও ধর্মীয় শিক্ষার পরিবর্তে শুধু বস্তুবাদী শিক্ষা দেয়া হচ্ছে যার ফলশ্রুতিতে শত আন্দোলনেও এ সমাজ থেকে কখনও নারী নির্যাতন ও ধর্ষণ কমবে না। সমাজের মোরাল স্টান্ডার্ড নির্ভর করে শিক্ষার উপর।

শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনালে ৪ থেকে ৫ শতাংশ বিচার হয়, তাও কিছুদিন পর তারা মুক্ত বাতাসে বের হয়ে আবার আগের মতো বিচরণ করছে।

১৯৭৭ সাল থেকে শিবিরের ব্যাপারে খুন, ধর্ষণ, চাঁদাবাজি এসবের ১টাও উদাহরণ নেই। তবে রগকাটার মতো মিথ্যা অভিযোগ দিয়ে নতুন প্রজন্মের কাছে একটা নেরেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এখন মানুষ সচেতন। শিবিরের কারিকুলাম এবং আদর্শ বর্তমান প্রজন্মকে আকর্ষন করছে।

আছিয়াকে কোন রাজনৈতিক ব্যাক্তি ধর্ষণ করেনি, করেছে তারই কাছের আত্মীয়রা। পশ্চিমাদের থেকে ধার করা শিক্ষা কারিকুলাম এবং সংস্কৃতি চর্চা আমাদের সমাজে লম্পট শিক্ষক, ছাত্র, আত্মীয় জন্ম দিচ্ছে। ছাত্রশিবির এর বিপরীতে শিক্ষার্থীদের দক্ষ এবং নৈতিকভাবে উন্নত মানুষ তৈরীর জন্য কাজ করছে।


ইসলাম নারীদের ঘরে আটকে রাখে না। ইসলাম নারীদের যথেষ্ট মর্যাদা দিয়েছে। আমরা অনেকে মনে করি ইসলাম নারীকে শিক্ষা গ্রহণে বাধা দিবে, ভার্সিটি পড়তে দিবে না, কাজ করতে দিবে না। এসব ভুল ধারণা। অথচ রাসুলের যুগেও নারীরা শিক্ষা গ্রহণ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সমাজে কন্ট্রিবিউট করেছেন।

বিদ্যাপিঠগুলোতে শিবিরের কোন সন্ত্রাস, চাঁদাবাজি, হল দখল ও টেন্ডারবাজির উদাহরণ নেই। এসব আমাদের আদর্শে নেই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবিরের  মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাউদ্দিন, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল