বাকবি প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষক- কৃষাণীদের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ৫০ জন এবং মাঠ দিবসে ১২০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১ টার দিকে গফরগাঁওয়ের প্রশিক্ষণ ও মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গফরগাঁও এর সহযোগিতায় এ প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিষয়টি জানিয়েছেন বিনার ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের ফার্ম ম্যানেজার মো. সাইদুল ইসলাম।
তিনি জানান, প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও খরা সহিষ্ণু ধানের জাত বিনাধান-১৯ এবং বিনাধান-২১ এর পরিচিতি ও উৎপাদন কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা এ প্রশিক্ষণের মাধ্যমে সঠিকভাবে উল্লেখিত ধানগুলো চাষের বিষয়ে জেনে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে।
এছাড়াও পরবর্তীতে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বোরো ধানের জাত বিনাধান-৫, বিনাধান-২৪, প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন জাত বিনাধান-২৫ এর সাথে ব্রি ধান ১০৪ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় কৃষকরা বিনাধান ২৫ চাষ করে হেক্টরে ৭ টন ফলন পেয়েছে বলে জানান, যা অন্যান্য জাতের তুলনায় বেশি। কৃষকরা উচ্চ ফলন পেয়ে বিনাধান ২৫ চাষে আগ্রহ প্রকাশ করেছে।
গফরগাঁওয়ের উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নীর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়ালি) ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ইব্রাহীম খলিল, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের পরিচালক ড. মো. মাহবুবুল আলাম তরফদার (ভার্চুয়ালি) ও উপ- প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফাহমিনা ইয়াসমিন এবং ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলকার নাইন।
এমআই