জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধি:
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো ধোঁকাবাজি, কোনো টালবাহানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেনে নেবে না”—এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “এই প্রকল্প বাস্তবসম্মত উপায়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় কুড়িগ্রামকে বঞ্চিত করা যাবে না। কুড়িগ্রামকে বাদ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা হবে না।
বুধবার (২ জুলাই) বিকাল ৩ টায় কুড়িগ্রাম ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের প্রতি কড়া সমালোচনা করে তিনি বলেন, “তিস্তা নদী ঘিরে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আর কোনো ধরনের কালক্ষেপণ বা প্রতারণা জনগণ মেনে নেবে না। তিস্তা পাড়ের মানুষের জীবিকার নিরাপত্তা, বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণ, সেচ ও কৃষি সুবিধা—সবকিছুই এই মহাপরিকল্পনার সঙ্গে জড়িত। জনগণের স্বার্থেই দ্রুত, স্বচ্ছ ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।”
সভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “অতীতের স্বৈরাচার আমাদের পথ রুদ্ধ করেছে। ধর্ষকরা এসে স্বাধীনতার সুফল ভোগ করেছে। যারা গণতন্ত্র চেয়েছে, তাদের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। আলেমদের দাড়ি-টুপি নিয়ে অপমান করা হয়েছে, মসজিদের ভেতর থেকে নামানো হয়েছে। এ দেশে তখন আমাদের কোনো স্বাধীনতা ছিল না। আমরা সেই পুরনো দিনের পুনরাবৃত্তি হতে দেবো না।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে নতুন করে চাঁদাবাজি করতে দেওয়া যাবে না, খুনি-দুর্নীতিবাজদের আর কোনো প্রশ্রয় দেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টি দেশের গণমানুষের পক্ষে দাঁড়িয়েছে। আমরা মানুষের অধিকার রক্ষার লড়াই করি, শোষণ-দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই। আমাদের এই সংগ্রাম চলবে।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাঠোয়ারী, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, ড. আতিক মোজাহিদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা দলের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন এবং সাধারণ মানুষকে জাতীয় নাগরিক পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পথসভায় কুড়িগ্রাম-০২ আসনে জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে ড. আতিক মোজাহিদকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন সারজিস আলমসহ অন্য নেতৃবৃন্দ।
পথসভা শেষে একটি শান্তিপূর্ণ মিছিল জিরো পয়েন্ট চত্বর থেকে ফুলবাড়ী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এমআই