এম. পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় গত ৬ দিনের টানা ভারী বর্ষণে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে পৌর শহরের ৯টি ওয়ার্ডের অন্তত ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দুর্ভোগে রয়েছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা। নষ্ট হচ্ছে রান্নার পানিসহ স্বাস্থ্যকর পরিবেশ।
সোমবার (৮ জুলাই) সরেজমিনে ঘুরে দেখা গেছে, পৌর শহরের বাইপাস সড়ক, আঞ্চলিক মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোর বিভিন্ন স্থানে পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। প্রবল পানি স্রোতে কার্পেটিং উঠে গিয়ে অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৭ নম্বর ওয়ার্ডের উত্তর সরালিয়া, পূর্ব সরালিয়া, কলেজ রোড, আদর্শ পাড়া, কৃষি ব্যাংক সড়ক, পুরাতন থানা রোড, টিএনটি রোড, কাঁলাচাঁদ মাজার রোড ও ফেরিঘাট সংলগ্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় বাড়ির ভেতরেও পানি ঢুকে পড়েছে। এতে বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারছেন না, বন্ধ রয়েছে রান্নাবান্নাও। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
একই পরিস্থিতি বিরাজ করছে উপজেলার গাবতলা, সানকিভাঙ্গা ও কাশ্মিরসহ অন্তত ৩০টি গ্রামে। প্রতিদিনই বাড়ছে মশার উপদ্রব, দুর্গন্ধ এবং পানিবাহিত রোগের ঝুঁকি।
স্থানীয় বাসিন্দা সৈয়দ মোস্তাফিজুর রহমান নান্নু, মিজানুর রহমান, শামিম আহসান, রোকেয়া বেগমসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, “নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেও নাগরিক সুবিধা পাচ্ছি না। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে। কোথাও ড্রেন নেই, কোথাও রাস্তাই নেই। প্রশাসনের নজরদারি জরুরি।”
তারা দ্রুত রাস্তাঘাট সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন দাবিতে পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাবিবুল্লাহ পূর্বাঞ্চলকে বলেন, “মোরেলগঞ্জ পৌরসভার ড্রেনেজ ও সড়ক সমস্যা দীর্ঘদিনের। ইতোমধ্যে ২-৩টি নতুন রাস্তার কাজ শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।”
একে