দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
“যে যায়, সে আর ফিরে আসে না”—সবাইকে কাঁদিয়ে গত ৭ জুলাই সোমবার বিকেল ৪টায় গোপালগঞ্জ শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক তরুণ কুমার বাগচী লিটু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শহরের একটি খ্যাতনামা পরিবারের সন্তান ছিলেন লিটু বাগচী। তিনি ছিলেন গোপালগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার প্রয়াত মেয়র ধীরেন্দ্র কুমার বাগচীর দ্বিতীয় পুত্র।
তরুণ বয়সে ছিলেন একজন তুখোর ক্রীড়া সংগঠক। পাশাপাশি ছিলেন উচ্চশিক্ষিত, মেধাবী, স্মার্ট, রুচিশীল, সামাজিক ও সংস্কৃতিমনা একজন ব্যক্তিত্ব।
ওই দিন সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তরুণ কুমার বাগচী লিটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একে