ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
গোপালগঞ্জে এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দর উপর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ।
বৃহস্পতিবার বিকেলে নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে শহর শাখা জামায়াতের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে শহর শাখা জামায়াতের সেক্রেটারী প্রভাষক আলী আল মাসুদ মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির ও নাটোর সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান , শহর আমীর রাশেদুল ইসলাম রাশেদ, এনসিপি'র নাটোর জেলা শাখার আহবায়ক মোঃ শিশির, ছাত্র শিবিরের সেক্রেটারী জাহিদুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুব শক্তির সংগঢক ইফতেখার শাওন প্রমখ।
বক্তারা বলেন, ভারতের তাবেদার সৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনও ফ্যাসিবাদের দোসররা উৎপেতে ঘাপটি মেরে আছে। তার প্রমান গোপালগঞ্জে এনসিপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের উপরে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা। ছত্রিশ জুলাই গণঅভ্যর্থানে নিহত শহীদদের রক্ত না শোকাতেই আবারও প্রশাসনের সামনে গোপালগঞ্জে হামলা করা হয়। গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রামে প্রশাসনে যারা নিয়োজিত ছিল তাদের কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ।
আগামী দিনে যেন নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ এমন হামলার সাহস আর দেখাতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
অবিলম্বে হামলাকারী সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।