নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজারের বেশি প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীতকরণের কার্যক্রম চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সোমবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব খালেদা নাসরিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
প্রজ্ঞাপনটিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত ৬৫৫০২ জন শিক্ষকের মধ্যে যারা ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) অথবা ১৩তম গ্রেডে কর্মরত, তারা নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে দশম গ্রেডে উন্নীত হবেন।
এ লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মানবসম্পদ ব্যবস্থাপনা কাঠামো সংশোধন,
উক্ত গ্রেডে পদোন্নতির অনুমোদন গ্রহণ,
অর্থ বিভাগের সম্মতিক্রমে বাজেট বরাদ্দের বিষয় নিশ্চিত করা,
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রশাসনিক ও অর্থ বিভাগের পূর্ণাঙ্গ সম্মতি গ্রহণ।
এছাড়া, যেসব প্রধান শিক্ষক এখনও প্রশিক্ষণপ্রাপ্ত নন, তাদের Basic Training for Primary Teachers (BTTP) কোর্স সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উন্নীতকরণের বিষয়টি নির্ধারিত বিধান অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং জনস্বার্থে নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করতে হবে।
একে