রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি:
জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও ইতিহাস রচিত ছাত্র-জনতার বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে এই র্যালির যাত্রা শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে তালাইমাড়ি মোড় ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে আসে।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, নানান ধরনের ব্যানার ও ফেস্টুন, যা এই ঐতিহাসিক মুহূর্তের গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে।
বিজয় র্যালি শুরু হওয়ার পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, "আজকের দিনটি আমাদের হিসাব মেলানোর। এক বছরের উল্লাস ও আনন্দের মধ্য দিয়ে আসা সম্ভাবনার দিকে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি, সে বিষয়টি খতিয়ে দেখা জরুরি।"
তিনি এই র্যালিটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার স্মরণকালের সর্ববৃহৎ র্যালি হিসেবে উল্লেখ করেন।
এভাবে অনুষ্ঠিত বিজয় র্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-জনতার ঐক্য এবং সাহসিকতার একটি নতুন উপলব্ধি ফুটে উঠেছে। এ আয়োজন দেশের শিক্ষার্থীদের মধ্যে শক্তি, সাহস ও জাতীয় চেতনার পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।