রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য সর্বপ্রথম পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার ( ১২ আগস্ট) বিকাল ৪টায় রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সমসাময়িক পরিস্থিতি, রাকসু নির্বাচন এবং তাদের প্যানেল ঘোষণা সংক্রান্ত বক্তব্য তুলে ধরে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম রাকসু নির্বাচনে সংগঠনের আংশিক প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি পদ হয়েছেন মুহাম্মদ মাহাবুব আলম(ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) পদে মুহাম্মদ শরিফুল ইসলাম এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহাম্মদ পারভেজ হাসান আকন্দ।
প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন জাহিদুল হাসান শরীফ, আহসানুল ইসলাম শাওন, কাজিউল ইসলাম, হাবিবুর রহমান।
সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ মাহবুব আলম সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিদি পাবে। ক্যাম্পাসে দীর্য দিনের নেতৃত্বের সংকট কেটে যাবে। রাকসু নির্বাচনে পেশিশক্তির প্রভাবমুক্ত ও আধিপত্য বিস্তার রোধে এবং সত্যতা ও নিরপেক্ষতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনের জোর দাবি জানাচ্ছি।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে শতভাগ আবাসন সুবিধা ও আবাসনের মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ, বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিতসহ আনুষঙ্গিক বিষয়গুলোর সমস্যা সমাধান করবো।