নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা। বেকারদের কাজের ব্যবস্থা করাটাই হবে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। প্রতিটি খাতে দলের নিজস্ব পরিকল্পনাগুলো কীভাবে বাস্তায়ন করা যায় তা নিয়ে কাজ চলছে। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে এই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (১২ আগষ্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ওই আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বয়সের হিসাবে দেশের জনসংখ্যার অধিকাংশই কর্মক্ষম। এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা প্রয়োজন। এ কারণে বিএনপি মনে করে, তরুণ ও যুবশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা গেলে তারা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। একইসঙ্গে তরুণ-যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলায় পারদর্শিতা অর্জন করানোও প্রয়োজন।
‘নতুন কুড়ি’ আবার চালু করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, নতুন কুড়িতে খেলাধুলার বিষয়ও থাকবে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ক্রীড়া শিক্ষাকেও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি, শরীফুল ইসলাম খান, নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ প্রমুখ।
একে