বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লব সৃষ্টির লক্ষ্য নিয়ে নোয়াখালীতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স।

‘অপারেশন গ্রীনশিল্ড’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলার ৯ উপজেলায় ৯০০ চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়। সকালে সদর উপজেলার হরীনারায়নপুর স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একযোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগম স্থানে চারা রোপণ কার্যক্রম চলে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর ব্যাপক ক্ষতি হয়েছে। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তারা বৃক্ষরোপণের এ উদ্যোগ নিয়েছেন। শুধু গাছ লাগানো নয়, গাছে ক্ষতিকর পেরাক ও তার অপসারণ করেও কাজ করছে তারা।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান রায়হান, সাধারণ সম্পাদক শাহাজাদী আফরোজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করছেন স্থানীয়রা।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল