এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে আর একটা রেনেসাঁ সৃষ্টির ডাক দিলেন হেযবুত তওহীদ। রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে 'মানবসৃষ্ট ব্যবস্থায় শান্তি আসবে না, স্রষ্টার সার্বভৌমত্বে ফিরে যেতে হবে' শীর্ষক এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম নিক্কন, হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ।
বক্তারা বলেন, একমাত্র আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে সক্ষম। মানবসৃষ্ট কোনো জীবনব্যবস্থা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রব্যবস্থাই সকল প্রকার অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করে একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে পারে।"
অনুষ্ঠানে মৌলিক সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা। মৌলিক সংস্কারে প্রস্তাবিত দিকগুলো হলো রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচার ব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও বাকস্বাধীনতা, নারীর মর্যাদা ও ভূমিকা, সামাজিক সুরক্ষা, মন্ত্রী পরিষদ, আনুগত্যের ধারাবাহিকতা ।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমআই